এতক্ষণ পর্যন্ত খেয়াল করেছেন যে, বার বার আমরা ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি। আর কাজের কাজ বলতে আমরা যা করেছি তা হচ্ছে ডাটার মধ্যে থেকে প্যাটার্ন খুঁজে বের করা এবং সেই খুঁজে পাওয়া প্যাটার্নকে কাজে লাগিয়ে পরবর্তীতে ওই রকম ডাটা সম্পর্কিত বিষয়ে প্রেডিকশন দেয়া। মজার ব্যাপার হচ্ছে, আমরা সবাই জানি – ডিজিটাল ইমেজ বা ফটো কিন্তু আর কিছুই না একটা 2D অ্যারে বা ম্যাট্রিক্স (গ্রে স্কেল বা সাদাকালো ফটোর ক্ষেত্রে)। সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটি সেল হচ্ছে এক একটি পিক্সেল। আর সেলের ভ্যালু হচ্ছে পিক্সেল ভ্যালু বা কালার এর মান। আবার ম্যাট্রিক্সটার (row সংখ্যা x column সংখ্যা) মানেই হচ্ছে ওই ফটোর রেজোল্যুশন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো?